দেশজুড়ে

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে

ছবি: সংগৃহীত

শীতের হিমেল হাওয়ায় কাঁপছে চুয়াডাঙ্গা জেলা শহর। ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে আছে জেলার গোটা জনপদ। তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমেছে।

সোমবার (১৮ নভেম্বর) চুয়াডাঙ্গায়  সর্বনিম্ন ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস  তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল রোববার (১৭ নভেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা একদিনের ব্যবধানে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমলো।

চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। যা চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।

স্থানীয় আবহাওয়া অফিস বলছে, এখন থেকে প্রতিনিয়ত সামান্য করে তাপমাত্রা কমতে থাকবে।

এদিকে, শীত অনুভূত হওয়ায় সন্ধ্যার পর থেকে মোটা ও গরম কাপড় পরে মানুষ বাইরে বের হচ্ছেন। রাতে কম্বল ও লেপ ব্যবহার করতে হচ্ছে। আর সকালে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় বেশ শীত অনুভূত হচ্ছে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন