মণিপুর সহিংসতা
মণিপুর সহিংসতায় বিজেপি-কংগ্রেসের অফিসে আগুন
মণিপুরে বিক্ষোভ ও সহিংসতা আবারো তুঙ্গে। রোববার রাত ১১টায় নিরাপত্তা বাহিনীর গুলিতে জিরিবাম জেলার বাবুপাড়া এলাকায় ২০ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও আরোও একজন গুরুতর আহত হন। উত্তেজিত জনতা বিজেপি এবং কংগ্রেসের স্থানীয় কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র লুট করে আগুন দিয়েছে।
রোববার (১৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র একটি প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে তার অবস্থা এখনো জানা যায়নি।
মণিপুর পুলিশ জানিয়েছে, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের কাছ থেকে অস্ত্র, গুলি এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মণিপুরের পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে গোয়েন্দা ব্যুরো এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
এদিকে, উপত্যকার সাতটি জেলায় ইন্টারনেট পরিষেবা স্থগিত রয়েছে। ইম্ফল পশ্চিম ও পূর্বে কারফিউ জারি করা হয়েছে। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) বিজেপি নেতৃত্বাধীন মণিপুর সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করেছে। এনপিপি নেতারা অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী বীরেন সিং-এর নেতৃত্বাধীন সরকার সংকট সমাধানে সম্পূর্ণ ব্যর্থ।
জেডএস/