বাংলাদেশ

পাকিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ঢাকা বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাকিস্তানের মধ্যকার পারস্পারিক সম্পর্ক ৯ বছর আগে ছিন্ন করা হয়েছিল। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। ফলে পাকিস্তানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাকিস্তানে পড়তে যেতে পারবে। এছাড়াও একাডেমিক সকল কার্যক্রম চলতেও আর কোনো বাধা নেই।

গত বুধবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। খবরটি আজ প্রকাশ্যে এসেছে।

এ বিষয়ে ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা গণমাধ্যমকে বলেন, একটা সময় তাদের (পাকিস্তান) সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছিল। আমাদের যেহেতু এটা একাডেমিক প্রতিষ্ঠান। ফলে অনেকে স্কলারশিপ নিয়ে কিংবা কনফারেন্সে যোগ দিতে যেতে চায়। সে দৃষ্টিকোণ বিবেচনায় আমরা সভায় আলোচনা করে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৪ ডিসেম্বর এক জরুরি সিন্ডিকেট সভা ডেকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। কোনো পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে ঢাবি উপাচার্যের এই সাক্ষাৎ প্রায় এক দশক পর অনুষ্ঠিত হয়েছে।

এম এইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন