খেলাধুলা

হ্যাটে ইমরান খানের কয়েদি নম্বর, পাকিস্তানি অলরাউন্ডারের জরিমানা

''আমের জামালসহ আরও দুই ঘটনায় ৮ ক্রিকেটারকে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড''

ছবি: সংগৃহীত

পাকিস্তান দলের আট ক্রিকেটারকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের প্রসঙ্গে টেনে এই তালিকায় আছেন আমের জামাল। যাকে ১৩ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে এই পাকিস্তানি অলরাউন্ডারকে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।

ইমরান খান বিভিন্ন মামলায় বর্তমানে কারাগারে আছেন। তার কয়েদী নম্বর ৮০৪, যা তার সমর্থকদের জন্য বেশ জনপ্রিয় এক সংখ্যা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে ৮০৪ লেখা হ্যাট পরেছিলেন জামাল। মূলত রাজনৈতিক স্লোগান লেখা হ্যাট পরার কারণেই জরিমানা করা হচ্ছে তাকে।

জামালের পাশাপাশি আরও ৭ ক্রিকেটারকে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ক্রিকেটারকে ৫ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়। নাম প্রকাশ করা হয়নি ওই তিন ক্রিকেটারের। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দেরিতে টিম হোটেলে ফিরেছেন। এছাড়াও গত বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে অনিয়মের দায় এনে সালমান আলী আগা, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদিকে জরিমানা করেছে পাকিস্তান বোর্ড।

সম্প্রতি আয়োজক দেশ পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি করে। একটি ম্যাচেও জয়লাভ করতে পারেনি তারা। ফলে দেশটির সাবেক ক্রিকেটার থেকে সংশ্লিষ্ট অনেকেই পাকিস্তান ক্রিকেটের সমালোচনা করছেন।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন