আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গাড়িতে বোমা হামলা, নিহত ৫ সেনা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তাবাহিনীর একটি গাড়িতে বোমা হামলায় ৫ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। রোববার (১৬ মার্চ) প্রদেশটির নস্কি জেলায় এই হামলা হয়

রোববারের এই হামলার দায় স্বীকার করেছে দ্য বেলুচিস্তান লিবারেশন আর্মি, বিএলএ। গেলো মঙ্গলবার ট্রেন ছিনতাইয়ের সঙ্গে সংগঠনটির জড়িত থাকার কথা জানায় পাকিস্তান।   

নস্কি জেলা পুলিশের সিনিয়র সুপারিটেন্ডেন্ট হাশিম মোমান্দ  জানান, হামলায় আধা সামরিক বাহিনীর ৩০ জনের বেশি সদস্য আহত হয়েছেন। জেলাটির আরেক পুলিশ কর্মকর্তা জাফর জামানানি জানান, হামলায় পাশে থাকা একটি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ও নিহতের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, যারা শান্তি বিনষ্টের চেষ্টা করছে তাদের করুণ পরিণতি বরণ করতে হবে।

বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে জর্জরিত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। গেলো মঙ্গলবারপ্রদেশটিতে যাত্রীবাহী একটি ট্রেন জিম্মি করে দ্য বেলুচিস্তান লিবারেশন আর্মি, বিএলএ।

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন