ফুটবল

সভাপতি হয়ে গার্দিওয়ালাকে ব্রাজিলে আনতে চান রোনালদো

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফের সভাপতি হতে চান।  সভাপতি নির্বাচিত হলে কোচ হিসেবে দলে আনতে চান ইউরোপের প্রভাবশালী কোচ পেপ গার্দিওলাকে।

সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে এসব তথ্য।

ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ এ মৌসুমের পরই শেষ হয়ে যাবে। বতর্মানে সিটির নড়বড়ে পারফরম্যান্সসহ নানা কারণে সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি নবায়ন নিয়ে তৈরি হয়েছে সংশয়।

সম্প্রতি রোনালদো ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরো মালিকানা ছেড়ে দিয়েছেন। এখন তার চোখ আগামী বছর সিবিএফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা।

 

বর্তমান প্রেসিডেন্ট এনদালদো রদ্রিগেজের মেয়াদ ২০২৬ সালের মার্চে শেষ হলেও সিবিএফের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর। ধারণা করা হচ্ছে, রদ্রিগেজ আবারও নির্বাচনে দাঁড়াবেন। তবে ‘দ্য ফেনোমেনন’খ্যাত রোনালদোও যদি শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে আসেন, তাহলে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে রদ্রিগেজকে।

এ সম্পর্কিত আরও পড়ুন