জাতীয়

জুলাই অভ্যুত্থানে ঢালাও মামলা প্রসঙ্গে যা জানালো প্রেস উইং

জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় করা মামলায় যাঁদের সম্পৃক্ততা নেই, দ্রুত তদন্ত করে তাঁদের নাম বাদ দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়

ঢালাও মামলার বিরুদ্ধে সরকারের অবস্থানের কথা বলতে গিয়ে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, মামলা দেওয়া একজনের অধিকার, তিনি মামলা দিতেই পারেন। কিন্তু যাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, সে ক্ষেত্রে বারবার বলা হচ্ছে তাঁদের যেন মামলা থেকে বাদ দেওয়া হয়। সরকারের এই অবস্থান এখনো আছে।

বেশ কিছু সংখ্যক সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এ বিষয়ে করা প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যেসব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, সেখানে কী কারণে বাতিল করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে। যাঁদের কার্ড বাতিল করা হয়েছে, তাঁরা যদি মনে করেন, তাহলে তাঁদের আবার আবেদন করার সুযোগ আছে।

 তথ্য অধিদপ্তর তিন দফায় ১৬৭ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে ইতিমধ্যে সম্পাদক পরিষদ বিবৃতি দিয়েছে। সম্পাদক পরিষদ মনে করে, ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের অন্তরায়। একাধিক সাংবাদিক সংগঠনও এ বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন