জাতীয়

সেনা অভ্যুত্থান নিয়ে আনন্দবাজারের প্রতিবেদনের জবাব দিলো প্রেস উইং

বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কার কথা উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ ধরণের সংবাদ বাংলাদেশের মানুষ ও সেনাবাহিনীর মত প্রতিষ্ঠানকে কলঙ্কিত করার চেষ্টাও বলে মন্তব্য করেছে প্রেস উইং।

শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ CA Press Wing Facts-এ এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভারতীয় মিডিয়া হাইব্রিড যুদ্ধ হিসেবে পরিচিত হয়ে উঠেছে দেশের দীর্ঘ দিনের প্রক্সি শেখ হাসিনাকে সমর্থন করার জন্য এবং জুলাই ও আগস্টে তার ঘৃণ্য শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের মানুষ ও প্রতিষ্ঠানকে কলঙ্কিত করার চেষ্টা করছে।

প্রেস উইং জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আনন্দবাজারের সংবাদের বাস্তবিক কোনো ভিত্তিই নেই। তাদের গল্প বলিউডের কোনো রোমান্টিক কমেডি সিনেমার চেয়ে কম নয়। আপনারা তথ্য প্রমাণের ভিত্তিতে সাংবাদিকতা অনুশীলন করবেন নাকি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ন করার প্রচারণার অংশ হিসেবে ক্ষতিকর কল্পকাহিনী প্রচার করবেন, সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে।

এর আগে, ৩০ জানুয়ারি সেনা অভ্যুত্থান ঢাকায়? নজর দিল্লিরশিরোনামে একটি সংবাদ প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন