ইসলাম ধর্ম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী

ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে তাকে কালিমা শাহাদাহ পাঠ করান খতিব আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।
বিভিন্ন গণমাধ্যম ও দেব চৌধুরীর সহকর্মীদের থেকে এই ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
ইসলাম ধর্মে স্বাগত জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ও সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস তার ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আপনার পথচলা সহজ করে দিন। আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমিন।‘
এমএইচ//