বাংলাদেশ

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন।

সারজিসের বিয়ের খবর নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৩১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পোস্টে বিয়ের জন্য সারজিসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।  

উপদেষ্টা আসিফ লিখেছেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সারজিসকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন, বন্ধু, সারজিস! তোমাদের একসঙ্গে  ভালোবাসা এবং সুন্দর মুহূর্তে ভরা একটি জীবন কামনা করছি।’

সারজিস আলমের জন্ম পঞ্চগড়ে, ১৯৯৮ সালের ২ জুলাই। তিনি বিএএফ শাহীন কলেজ ঢাকা থেকে এইচএসসি পাস করেন। এরপর ২০১৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন