অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে ১১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি ও বিশ্বব্যাংক

আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১১০০ মিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬০০ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে

মঙ্গলবার (১৯ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেসব পলিসি নিচ্ছে, এগুলোর ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক ব্যাপক সমাধান দিয়েছে। প্রকৃত যে প্ল্যান ছিল, তার থেকে অনেক বেশি টাকা ঋণসহায়তা পাচ্ছে বাংলাদেশ

অর্থসচিব বলেন, এ দুটি ঋণের প্রকৃত অঙ্ক ছিল ৩০০ ও ২৫০ মিলিয়ন ডলার। তার মানে দুটি ঋণ বাংলাদেশ দ্বিগুন করে পাচ্ছেঅন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য আইএমএফের কাছে অতিরিক্ত সহায়তা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এর মধ্যে এ বছরে অতিরিক্ত এক বিলিয়ন ডলার চেয়েছে সরকারআগামী ৪ ডিসেম্বরে আইএমএফ আসবে এবং তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত হবে। যে অগ্রগতি দেখা যাচ্ছে,তাতে তিনি আশাবাদী এ ঋণও বাংলাদেশ পাবে

এসময় আরও উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন