খেলাধুলা

চোট কাটিয়ে দলে ফিরলেন টেম্বা বাভুমা

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে ফিরেছেন টেম্বা বাভুমা। আগামী ২৭ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা।

বাভুমা ফেরার পাশাপাশি মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েটজিও ফিরেছেন দলে। তারা দুজনেই সবশেষ টেস্ট খেলেছেন চলতি বছরের শুরুতে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজের দলে থাকতে পারেননি বাভুমা। বাঁ হাতে চোটের কারণে ছিটকে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দায়িত্বে থাকা এই ক্রিকেটার।

এ বছরের শুরুতে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছেন জানসেন ও কোয়েটজি। এরপর লম্বা সময় পর আসন্ন সিরিজের জন্য প্রোটিয়াদের হয়ে সাদা পোশাকের দলে ফিরলেন তারা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকে সবমিলিয়ে ৩ টি পরিবর্তন করেছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের প্রধান কোচ শুকরি কনরাড জানান, পুনর্বাসন শেষ করে টেম্বা আবারও ফিরেছে, এটা দারুণ ব্যাপার। তার নেতৃত্ব আর দক্ষতা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

 

সিরিজ সময়সূচি

প্রথম টেস্ট- ডারবান- নভেম্বর ২৭ থেকে ডিসেম্বর ১

দ্বিতীয় টেস্ট- পোর্ট এলিজাবেথ- ডিসেম্বর ৫ থেকে ৯

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহাম, জেরাল্ড কোয়েটজি , টনি ডি জর্জি, মার্কো জানসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মালডার, সেনুরান মুথুসামি, ডেন পিটারসেন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কেইল ভেরেইন্নে।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন