দ্বিতীয় টেস্টের শ্রীলঙ্কা স্কোয়াডে দুই পরিবর্তন
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। কলম্বোতে অনুষ্ঠেয় ম্যাচটির ১৮ সদস্যের স্কোয়াডে এসেছে দুইটি পরিবর্তন।
সোমবার (২৩ জুন) শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) থেকে দল ঘোষিত হয়।
গল টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি স্বাভাবিকভাবেই কলম্বো টেস্টের স্কোয়াডে নেই। এছাড়াও বাদ দেওয়া হয়েছে পেসার মিলান রাথানায়েকে’কে।
এই দুজনের পরিবর্তে দলে এসেছেন স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগে এবং পেসার বিশ্ব ফার্নান্দো।
আগামী ২৫ জুন থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে গলে অনুষ্ঠিত প্রথম টেস্টটি ড্র হয়েছে।
দ্বিতীয় টেস্টের শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড-
পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানাঞ্জয়া, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ঈশিতা ভিজেসুন্দরা, দুনিথ ওয়েল্লালাগে, বিশ্ব ফার্নান্দো।
এমএইচ//