নিজ ক্যাম্পাসে অটোরিকশার ধাক্কায় জাবি শিক্ষার্থী নিহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম আফসানা করিম রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের ছাত্রী ছিলেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে নতুন কলা ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা ঘটার পর আফসানা করিমকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
এনাম মেডিকেল সূত্র থেকে জানা যায়, রাত পৌনে আটটার দিকে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি মুখে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান গণমাধ্যমে বলেন, যে শিক্ষার্থী এক মাস আগে বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছেন, তাঁর এমন মৃত্যু খুবই দুঃখজনক। এ রকম মৃত্যু কারও কাম্য নয়। নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুততম সময়ের মধ্যে কাজ করছে প্রশাসন।
এম এইচ//