পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১৮ সেনা নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে পৃথক দুটি হামলায় দেশটির সামরিক বাহিনীর ১৮ সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে আত্মঘাতী হামলায় ১০ জন সৈন্য নিহত হয়েছেন বলে একটি গোয়েন্দা সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে। এদিকে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে এক দিনের ব্যবধানে আরেকটি হামলায় ৮ সৈন্য নিহত হয়েছেন।
হামলার বিষয়ে একজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী মালি খেল চেকপয়েন্টের কাছে একটি বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটায়।
পরবর্তীতে তার সহযোগীরা গুলি চালালে এই হামলায় ১০ জন নিহত ও আরো ৭ জন আহত হয়। হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।
এদিকে সংবাদমাধ্যম দ্য ডনে'র এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির খাইবার পাখতুখাওয়ার তিরাহ উপত্যকায় জঙ্গিদের সাথে ভয়ঙ্কর বন্দুকযুদ্ধে কমপক্ষে আট নিরাপত্তা কর্মী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
যদিও পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করেনি।
জেডএস/