খেলাধুলা

বিশ্বকাপে অংশ নিতে গুরুত্বপূর্ণ সিরিজের সামনে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশের মেয়েদের সামনে কঠিন সমীকরণ। এই সমীকরণ পেরিয়ে যেতে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৬ ম্যাচের ছয়টিতেই জিততে হবে বাংলাদেশকে। যার প্রেক্ষিতে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

আগামী ২৭ নভেম্বর থেকে আইরিশ নারীদের বিরুদ্ধে লড়তে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতিরা।

এদিকে বুধবার (২০ নভেম্বর) মিরপুরে আয়ারল্যান্ড সিরিজের জন্য টাইটেল স্পনসর উন্মোচন করা হয়েছে। স্কয়ার গ্রুপ; সেনোরা পাওয়ার্ড বাই রুচি এই সিরিজের স্পনসর হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বিসিবির হেড অব উইমেন্স উইং হাবিবুল বাশার এক প্রশ্নের জবাবে জানান, ‘আমাদের বিশ্বকাপের (ওয়ানডে) আগে ছয়টি ম্যাচ আছে। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি ম্যাচ, এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আরও তিনটি। এই ছয়টা ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু শুরু করছি ঘরের মাঠে, এখানে আমাদের সুবিধা থাকবে। আমরা এখন সব ম্যাচ নিয়ে ভাবছি না। আমরা এই সিরিজটা নিয়েই ভাবছি। এটাই আমাদের প্রাইমারি টার্গেট।

আয়ারল্যান্ড সিরিজের জন্য অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। এই সময়ের মধ্যে মেয়েদের উন্নতি সন্তোষজনক মনে করছেন হাবিবুল বাশার।

আজ টাইটেল স্পনসর উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলে  বিসিবি পরিচালক ফাহিম সিনহা ও নাজমূল আবেদীন ফাহিম। এছাড়াও ছিলেন মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ।

এম এইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন