খেলাধুলা

ইনিংস ব্যবধানে আয়ারল্যান্ডকে হারালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৪তম জয় এবং ইনিংস ব্যবধানে চতুর্থ জয়।

সিলেট টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে আয়ারল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংস থেকেই ২১৫ রানে এগিয়ে থাকায় বড় জয়ের সুবাস পাচ্ছিল টাইগাররা। কিন্তু চতুর্থ দিন সকালে দারুণ লড়াই করে সফরকারীরা। দুই উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করলেও পরেই সেশনেই ২৫৪ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সফলতম বোলার ছিলেন তরুণ স্পিনার মুরাদ, যিনি ৬০ রানে ৪ উইকেট শিকার করেন। আরেক অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ৮৪ রানে ৩ উইকেট নিয়ে তাঁকে সহায়তা করেন।

সবমিলিয়ে বাংলাদেশ ইনিংস ও ৪৭ রানের বড় জয়ে টেস্ট সিরিজে এক ধাপ এগিয়ে থাকলো।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন