ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ: আহত ৩৬ শিক্ষার্থী হাসপাতালে

রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে প্রায় ৩৬ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই ঢাকা কলেজের শিক্ষার্থী। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপুর ২:৩০ থেকে পর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা বিকেল সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এসময় সিটি কলেজের সামনে দিয়ে ঢাকা কলেজের একটি বাস যাওয়ার সময়, সিটি কলেজের শিক্ষার্থীরা সেই বাসে ভাঙচুর চালান। এই খবর ঢাকা কলেজে পৌঁছালে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে সিটি কলেজের দিকে যান। এরপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে হামলা চালিয়ে একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন।
আহত শিক্ষার্থীদের মধ্যে অনেকের শরীরে ইট-পাটকেলের আঘাত রয়েছে। আহতদের মধ্যে রয়েছেন অনিম (২১), শাহরিয়ার (২১), মো. তুষার (১৮), রিফাত (২১), নীরব (২১), তারেক (৩২), এবং আরও অনেকেই। আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের পর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে দুই কলেজের প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ নভেম্বর) সিটি কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।
জেডএস/