সায়েন্সল্যাবে ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ফের মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২১ এপ্রিল) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মঙ্গলবার সকালে প্রতিক্রিয়া দেখা দেয়। ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজের সামনে জড়ো হলে উত্তেজনা শুরু হয়। সিটি কলেজের শিক্ষকরা পরিস্থিতি ঠান্ডা রাখতে এগিয়ে এলেও ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজের প্রধান ফটকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফেরানোর চেষ্টা চলছে।’
তিনি আরও জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে নানা ইস্যুতে বিরোধ ও রেষারেষি চলে আসছে।
এই সংঘর্ষ নতুন নয়। এর আগে গত ৯ ফেব্রুয়ারি ‘কথা কাটাকাটি’র জেরে সায়েন্সল্যাব এলাকায় দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছিলেন।
এরপর গত ১৫ এপ্রিল, সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখিকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের মধ্যে মারমুখী পরিস্থিতি তৈরি হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে সেদিনও পরিস্থিতি শান্ত করে।
এসি//