প্রথম টেস্টের একাদশ ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আজ, শুক্রবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮ টায় অ্যান্টিগায় প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এরমধ্যে একাদশ ঘোষণা করেছে উইন্ডিজরা।
ওয়েস্ট ইন্ডিজের পেস-বান্ধব উইকেটে পেসারদের দাপট দেখা যাবে। সেই ভাবনা থেকেই উইন্ডিজ একাদশে ৪ জন বিশেষায়িত পেসার ও একজন পেস বোলিং অলরাউন্ডার রাখা হয়েছে।
পেস আক্রমণে কেমার রোচের অভিজ্ঞতা কাজে লাগাবে স্বাগতিকরা। এছাড়াও থাকছেন আলজারি জোসেফ, জেইডেন সিলস ও শামার জোসেফ। পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভসকেও দেখা যাবে বল হাতে ছুটতে।
বিশেষায়িত কোনো স্পিনার নেই একাদশে। অ্যান্টিগার মাঠে হাত ঘুরানোর কাজটুকু করতে পারেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ও কাভেম হজ।
প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, আলিক আথানেজ, কেসি কার্টি, জশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার কোচ, জেইডেন সিলস।
এম এইচ//