খেলাধুলা

বোর্ডার-গাভাস্কার ট্রফি

অস্বস্তি নিয়ে প্রথম টেস্টের মধ্যাহ্ন বিরতিতে ভারত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটারদের দুর্বিসহ সময় কাটছে। বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে। সেখানে ভারত টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও, প্রথম সেশন নিজেদের করে নিয়েছেন স্বাগতিক অস্ট্রেলিয়া।

ভারতীয় ব্যাটারদের প্রথম আঘাত করেন মিচেল স্টার্ক। যশস্বী জয়সোওয়াল বিদায় নেন শূন্য রানে। এরপর দেবদূত পাডিকাল ফিরেছেন একই ভাগ্য সঙ্গী করে, জশ হ্যাজেলউডের শিকার হয়ে।

ভিরাট কোহলির ব্যাটে ১২ বলে ৫ রানের বেশি আসেনি। তিনি হ্যাজেলউডের ডেলিভারিতে ক্যাচ দিয়ে ফিরেছেন। একপাশ আগলে খেলতে চেয়েছিলেন লোকেশ রাহুল। ওপেনার হিসেবে নামা এই ব্যাটার ২৬ (৭৪) রান অরে বিদায় নেন। স্টার্কের ডেলিভারিতে আপিল হলেও, প্রথমে আম্পায়ার তা দেননি। এরপর রিভিউ নিলে দেখা যায় এজ হয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে চলে গেছে বল। স্টার্ক পেয়ে যান তার দ্বিতীয় শিকার।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে রিশাব পান্ট ২৪ বলে ১০ রানে ও ধ্রুব জুরেল ১০ বলে ৪ রানে অপরাজিত আছেন।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন