খেলাধুলা

অধিনায়ক মিরাজের আজ বিশেষ দিন

ছবি: ফাইল

মেহেদী হাসান মিরাজের কাঁধে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট দলের দায়িত্ব। মিরাজের কাছে সিরিজের প্রথম ম্যাচটি ভিন্ন এক কারণে গুরুত্বপূর্ণ। আজ, শুক্রবার রাত ৮ টায় যখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নামবেন এই অলরাউন্ডার, তখন তার ঝুলিতে ৫০ টি টেস্ট পূর্ণ হবে।

এই ম্যাচের ভার তাই মিরাজের কাছে কিছুটা আলাদা, কিছুটা অন্যরকম। নাজমুল হোসেন শান্ত চোটে পড়েছেন, তাই মিরাজকে দেয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। এমন দায়িত্বে তিনি নতুন নন। অধিনায়কত্ব করার অভিজ্ঞতা ক্রিকেটের বিভিন্ন পর্যায় থেকেই রপ্ত করেছেন এই অলরাউন্ডার।

ম্যাচের আগের দিন যখন সংবাদ সম্মেলনে এলেন মিরাজ, প্রসঙ্গ উঠলো তার ৫০তম টেস্ট নিয়ে। এই ক্রিকেটার জানান, ‘খুবই ভালো লাগছে। এটা দেশের জন্য, আমার জন্য অনেক বড় পাওয়া। আমার মনে হয় দেশের হয়ে ৫০ টা টেস্ট খেলা অনেক বড় প্রাপ্তি। এখন এটা যেন স্মরণীয় করতে পারি, সেটাই আমার লক্ষ্য।‘

ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট পারফরম্যান্স ভালো না হলেও, বাংলাদেশের জন্য তা নয়। উইন্ডিজদের যেটুকু সাফল্য তার বড় অংশজুড়ে বাংলাদেশ। সবশেষ ২০২২ সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২ টেস্টের দুইটিতেই পরাজিত হয় টাইগাররা।

মিরাজ বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা। কারণ, এর আগে আমরা যখন এখানে খেলেছিলাম, টেস্টে আমরা অতটা ভালো করতে পারিনি। গত চার বছরে আমরা যদি দেখি, এখানে দুইটা টেস্ট ম্যাচ খেলেছিলাম, কিন্তু জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে জেতার এবং সবাই যেন পারফর্ম করতে পারে।’

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন