অবশেষে সিটিতে চুক্তি নবায়ন করলেন গার্দিওলা
ম্যানচেস্টার সিটিতে দায়িত্বের মেয়াদ বাড়লো পেপ গার্দিওলা’র। কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল চুক্তি বাড়তে যাচ্ছে এই কোচের। এতদিন এক বছরের কথা শোনা গেলেও, সিটি ও গার্দিওয়ালার চুক্তির মেয়াদ বেড়েছে ২ বছর।
ম্যানচেস্টার সিটি কিছুটা দ্বিধায় ছিল। গার্দিওলা চুক্তির মেয়াদ বাড়াবেন না, এমনটাই প্রথমদিকে শোনা যাচ্ছিল। তবে শেষপর্যন্ত এই স্প্যানিশ কোচ মনে করেছেন, সিটিকে বিদায় বলার সঠিক সময় নয় এটি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে এক বিবৃতি প্রকাশ করে ম্যানচেস্টার সিটি। সেখানে গার্দিওলার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
সেক্ষেত্রে আগামী ২০২৭ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে থাকছেন পেপ গার্দিওলা। ২০২৬ সালে সিটির সঙ্গে ১০ বছর পূর্তি হবে তার। চুক্তি নবায়ন করে গার্দিওলা বলেন, ‘মৌসুমের শুরু থেকে অনেক ভেবেছি। সত্যি বলতে, আমি ভেবেছিলাম এটাই শেষ মৌসুম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, গত মাসে আমার মনে হলো এটা চলে যাওয়ার সঠিক সময় না। আমি ক্লাবকে হতাশ করতে চাচ্ছি না।‘
সিটি নিয়ে নিজের অভিব্যক্তিতে এই কোচ বলেন, ‘ম্যানচেস্টার সিটি আমার কাছে অনেক কিছু। আমরা একসঙ্গে দারুণ কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। এই ক্লাবের প্রতি আমার বিশেষ টান আছে। সে কারণে আরও দুই মৌসুম থাকতে পারবো ভেবে আনন্দিত বোধ করছি।‘
এম এইচ//