বোর্ডার-গাভাস্কার ট্রফি
ভারতের ভঙ্গুর পথেই হাঁটছে অস্ট্রেলিয়া
গুরুত্বপূর্ণ ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট চলছে। রান যতটা না হচ্ছে, উইকেট পতনের বহর তার চেয়ে বেশি। পার্থে টসে জিতেছিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায় তারা। জবাবে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াও একের পর এক উইকেট হারিয়ে বসেছে।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট সংগ্রহ করেছেন জশ হ্যাজেলউড। দুইটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, মিচেল মার্শ।
ভারতের হয়ে ইনিংস সর্বোচ্চ রান করেছেন নিতিশ কুমার রেডি। তার ব্যাটে আসে ৫৯ বলে ৪১ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে রিশাব পান্টের ব্যাটে, ৭৮ বলে ৩৭ রান। লোকেশ রাহুলের ব্যাটে ২৬ রান আসে। অন্যান্য ব্যাটাররা আসা-যাওয়ার মধ্যেই ছিলেন।
ধুঁকে ধুঁকে কেবল ১৫০ রান তুলতে পারে ভারত। এই রানের বিপরীতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও একই পথের পথিক হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত, ৪৭ রান করে ৬ উইকেট হারিয়ে বসেছে তারা। যখন ইনিংসের ২১তম ওভার শেষ হয়েছে।
অজিদের প্রথম তিন উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ। এই পেসারের পরপর দুই ডেলিভারিতে ফিরেছেন উসমান খাজা ও স্টিভ স্মিথ। মোহাম্মদ সিরাজের শিকার হয়েছেন মিচেল মার্শ ও মারনাস লাবুশেইন। বাকি এক উইকেট হারশিত রানার ঝুলিতে যায়।
এখন ক্রিজে আছেন অ্যালেক্স ক্যারি ও প্যাট কামিন্স।
এম এইচ//