অপরাধ

গাজীপুরে সাংবাদিকের হাত ভেঙে আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি!

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিক আশিকুর রহমানের হাত ভেঙে আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে নামধারী এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ওই সাংবাদিক ও তার পরিবার। ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান বার্তা টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আশিকুর রহমান। 

অভিযুক্ত নামধারী বিএনপি নেতা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকার কলিম উদ্দিনের ছেলে বিপ্লব হোসেন। অভিযোগ রয়েছে ওই এলাকায় চলাচলের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধ ভাবে নদীর মাটি কেটে বিক্রি। ব্যবসা প্রতিষ্ঠানে বাধাসৃষ্টিসহ নানা ধরণের কর্মকান্ডে জড়িত তিনি। 

সাংবাদিক আশিকুর রহমানের দেয়া অভিযোগে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের আষাড়িয়াবাড়ী এলাকায় একটি ইট ভাটায় প্রতিবন্ধকতা সৃষ্টি, চাঁদা দাবি,  রাস্তা আটকে দেয়াসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন তিনি। এসব ঘটনায় সাংবাদিক আশিকুর রহমানকে ব্যবহার করার জন্য একাধিকবার বিভিন্ন প্রলোভন দেখান অভিযুক্ত বিপ্লব। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রাম্য স্বিদ্ধান্তের পক্ষে থাকায় সাংবাদিক পরিবারের উপর ক্ষুব্ধ হন কথিত ওই নেতা৷ এ ঘটনার জেরে গত বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সফিপুর - বড়ইবাড়ী সড়কের বাশতলী এলাকায় এসে আশিকুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান তুরাগ এন্টারপ্রাইজের সামনে গিয়ে তার বাবাকে প্রকাশ্য অকথ্য ভাষায় গালাগাল করে প্রাণনাশের হুমকি দেয়। এর কিছুক্ষণ পর পেশাগত কাজ শেষে নিজ প্রাইভেটকারে বাড়ি ফেরার পথে অভিযুক্ত বিপ্লবের সাথে দেখা হলে সে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে।  এক পর্যায়ে সাংবাদিক আশিকুর রহমানের দুই হাত ভেঙে দেয়া ও তার গাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দেয় অভিযুক্ত নেতা বিপ্লব। 

অভিযুক্ত বিপ্লবের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি তাকে কখনোই হুমকি-ধমকি দেই নাই। আমার সাথে তার কোন ঝামেলা নাই। আমি জানি আমার চাচা দুলালের সাথে তার কিছু বাকবিতন্ডা হয়েছে। উনি মনে হয় আমাকে ভুল বুঝেছেন।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জোবায়ের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন