পাঁচ উইকেট নিয়ে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ
অ্যন্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে পেস সহায়ক উইকেটে ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছে ২৫০ রান। শেষ দিকে বৃষ্টি হানা দেয় ম্যাচে। বৃষ্টি থামার পর আলোক সল্পতায় ৮৪ ওভার হওয়ার পরই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।
শুক্রবার টস জিতে বোলিংয়ে নেমে ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। তিনে নেমে টিকতে পারেননি কেসি কার্টি। ডানহাতি এই ব্যাটারকেও ফিরিয়েছেন তাসকিন।
২৫ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট লুইস ও কেভম হজ দলকে এগিয়ে নিতে থাকেন। তবে হজ ২৫ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরলে ভাঙে ৫৯ রানের তৃতীয় উইকেট জুটি।
এরপর বাংলাদেশকে বেশ ভুগিয়েছে লুইস ও আথানজে জুটি। দুজনেই সেঞ্চুরির পথে ছিলেন। তবে সম্ভাবনা জাগিয়েও কেউই মাইলফলক ছুঁতে পারেননি।
ইনিংসের ৭৫তম ওভারে মিরাজের বলে ৯৭ রান করে আউট হন লুইস। ফলে ভেঙে যায় ২২১ বলে ১৪০ রানের জুটি। এর কিছুক্ষণ পরই ফেরেন আথানজেও। তাইজুলের বলে আউট হবার আগে দশটি চার ও একটি ছক্কায় ১৩০ বলে ৯০ রান আসে বাঁহাতি এই ব্যাটারের ব্যাটে।