খেলাধুলা

আইপিএল মেগা নিলাম: যা কিছু জানা প্রয়োজন

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের দ্বারপ্রান্তে সময়। রাত পোহালেই বিশ্বের সেরা সেরা ক্রিকেটারদের নিয়ে ১০ দলের মধ্যে দেখা যাবে আগ্রহের ছড়াছড়ি। প্রথমবারের মতো সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম। 

নিলাম অনুষ্ঠান শুরুর আগে জেনে নিন এ সম্পর্কিত কিছু তথ্য।

মেগা নিলাম

আইপিএলের নিলাম ও মেগা নিলামের মধ্যে পার্থক্য রয়েছে। যখন মেগা নিলাম হয়, তখন আগের মৌসুম থেকে ৬ জন খেলোয়াড় ধরে রাখতে পারে দলগুলো। প্রতিবছর যে নিলাম হয়, সেখানে খেলোয়াড় ক্রয়ের হার থাকে খুব কম। তবে মেগা নিলামে প্রায় পুরো দলই নতুন করে সাজাতে হয়।

মেগা নিলাম সাধারণত দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে, এবারও তাই হচ্ছে।

কতজন খেলোয়াড় ও কয়টি দল

২০২৫ সালের আইপিএলের জন্য ১৫৭৪ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। ফ্র্যাঞ্চাইজিদের মতামত ও আগ্রহ কেন্দ্র করে ৫৭৫ জন খেলোয়াড় শেষ পর্যন্ত নিলামে অংশ নিচ্ছেন। এরমধ্যে ৩৬৬ জন ভারতীয়, ২০৯ জন বিদেশি বা ফরেইন খেলোয়াড়। মেগা নিলামে বাংলাদেশ থেকে ১২ জন খেলোয়াড় অংশ নেবে। এছাড়াও ইংল্যান্ড থেকে সর্বোচ্চ ৩৮ জন, অস্ট্রেলিয়ার ৩৭ জন, নিউজিল্যান্ডের ২৪ জন, ওয়েস্ট ইন্ডিজের ২২ জন, শ্রীলঙ্কার ১৯ জন, আফগানিস্তানের ১৮ জন, জিম্বাবুয়ের ৩ জন, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে ২ জন, স্কটল্যান্ড থেকে ১ জন অংশ নিচ্ছেন।

২০২৫ আইপিএলের ১০ টি দল এবারের নিলামে অংশ নেবে।

কত জনের স্কোয়াড, কত জন বিক্রি

একটা দল বা ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫, সর্বনিম্ন ১৮ জনের দল তৈরি করতে পারবে। সেক্ষেত্রে ১০ দল মিলে সর্বোচ্চ ২৫০ জন খেলোয়াড় নিতে পারবে। আগেই দলগুলোর সঙ্গে ৪৬ জন খেলোয়াড় চুক্তিবদ্ধ আছেন। সেক্ষেত্রে সর্বোচ্চ ২০৪ জন খেলোয়াড় বিক্রি হতে পারবে এবারের নিলামে। তবে দলগুলো যদি সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড না তৈরি করে, সেক্ষেত্রে নিলামে ক্রয়কৃত খেলোয়াড়ের সংখ্যা আরও কমবে।

কত টাকা খরচ করবে দলগুলো

প্রতিটি দল সর্বোচ্চ ১২০ কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে। এখানে কিছু নিয়ম রয়েছে। যেমন, মুম্বাই ইন্ডিয়ান্স ৫ জন খেলোয়াড় রিটেইন করেছে, যাদের জন্য ৭৫ কোটি রুপি খরচ করেছে তারা। যদি ১৮ জনের দল তৈরি করে মুম্বাই, সেক্ষেত্রে তাদের ৪৫ কোটি রুপি দিয়ে বাকি ১৩ জন খেলোয়াড় কিনতে হবে।

কবে, কখন নিলাম

আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টায়, ভারতীয় সময় বিকেল ৩ টায় ও বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে নিলাম অনুষ্ঠানটি। 

এম এইচ//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন