দেশজুড়ে

বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় যা জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই ঘটনায় পৃথক একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৩ নভেম্বর) গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি রাকিবুল ইসলাম তদন্ত কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি রাকিবুল ইসলাম জানান, বছরের পর বছর দ্বিতল বাসেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিকনিক হয়ে আসছেদুর্ঘটনা এলে বলে-কয়ে আসে না। দুর্ভাগ্যবশত একটা ঘটনা ঘটে গেছে। এটা কাউকে দোষ দেওয়ার চাইতে কীভাবে উত্তরণ করা যায়, কীভাবে আহত শিক্ষার্থীদেরকে চিকিৎসা করানো যায়, যেসব শিক্ষার্থীদেরকে সেভ আছেন তাদেরকে কীভাবে নিরাপদে পৌঁছানো যায়, সেটা নিশ্চিত করতে হবে। তদন্ত করার পর বলা যাবে এটি দুর্ঘটনা কিনা।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থী স্থানীয় একটি রিসোর্টে বনভোজনের উদ্দেশ্যে যাত্রা করে। পথে বিআরটিসির দ্বিতল বাস পল্লী বিদ্যুৎ সমিতির ১১ কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ ছাত্র আহত হয়। এর মধ্যে ঘটনাস্থলে মোস্তাকিম রহমান মাহিন (২২) নিহত হয়। গুরুতর আহত মোজাম্মেল হোসেন (২৩) ও জুবায়ের রহমান সাকিবকে (২৩) ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসকের তদন্ত কমিটিতে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসান এবং অন্যজনের নাম জানা যায়নি।

 অন্যদিকে, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এবং ইলেকট্রিক বিভাগের বিভাগীয় প্রধান রাকিবুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিন ও রেজিস্ট্রারসহ আরও দুজন রয়েছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন