জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪জারি করে গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

গেলো ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এ আন্দোলন রুখতে সাবেক আওয়ামী লীগ সরকার যে হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় আনার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।  পাশাপাশি এ আইনে বিগত আওয়ামী লীগ আমলে যেসব গুম-খুন বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তারও বিচার করার উদ্যোগ রয়েছে।

এর আগে গেলো বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

 

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন