বাংলাদেশ

জাবি ছাত্রী নিহতের ঘটনায় রিমান্ডে এক অটোরিকশাচালক

ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন চালক আরজু মিয়ার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া এলাকা থেকে আরজুকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান নিরাপত্তা কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আফসানার মৃত্যুর ঘটনায় আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই অলক কুমার দে গণমাধ্যমকে বলেন, আরজুকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। পরে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি আরও বলেন, আরজুকে সন্দেহের মূল কারণ হলো, তার মোবাইল ফোন ট্র্যাক করে দেখা গেছে, ঘটনার দিন (গত ১৯ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলেন তিনি। এর আগে ও পরের সময় তিনি ক্যাম্পাসের বাইরে ছিলেন। আবার ঘটনার পরদিন তিনি রিকশা বিক্রি করেছেন। তার কথাবার্তাও অসংলগ্ন।

প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম গণমাধ্যমকে বলেন, আমরা যখন বিভিন্ন সূত্র ধরে আরজুকে খুঁজে পাই, তখন তার বাঁ হাতে ব্যথা ছিল। তার গলার পাশেও আঘাতের চিহ্ন রয়েছে।

আরজু বলেছেন, এটা ১৫ দিন আগের ব্যথা। পরে মেডিকেলের চিকিৎসককে দেখানোর পর নিশ্চিত হয়েছি, আরজু খুব সম্প্রতি কোথাও আঘাত পেয়েছেন। সেদিনের দুর্ঘটনা থেকেই তিনি আঘাত পেয়েছেন বলে আমাদের ধারণা। 

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন