খেলাধুলা

তাসকিনে সফল বাংলাদেশের ব্যাটিংয়ে ব্যর্থতা

ছবি: সংগৃহীত

ভালো করেও ভালো হলো না বাংলাদেশের। ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, ৭ উইকেট হারিয়ে ১০৯ রানে অবস্থান করছে তারা। শেষ দিনে হাতে আছে ৩ উইকেট, পেরোতে হবে আরও ২২৫ রান।

চতুর্থ দিনে বাংলাদেশের পক্ষ থেকে আসা সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। যেখানে হাতে ১ উইকেট ছিল, পাশাপাশি পিছিয়ে আছে ১৮১ রানে- সেখানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। পিচ ও কন্ডিশন, সকাল সকাল উইন্ডিজদের চেপে ধরার লক্ষ্য নিয়েই এমন সিদ্ধান্ত ছিল মেহেদী হাসান মিরাজের দলের।

সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলা চলে। বাংলাদেশি বোলারদের তোপে ক্যারিবিয়ানরা ১৫২ রানে অলআউট হয়ে যায়। যেখানে তাসকিন আহমেদ তার ক্যারিয়ারসেরা বোলিং করেন, ৬৪ রান দিয়ে সংগ্রহ করেন ৬ উইকেট। মেহেদী হাসান মিরাজ ২ টি, তাইজুল ইসলাম নিয়েছেন ১ উইকেট।

এতেও বাংলাদেশের সামনে ৩৩৪ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়।  

এই লক্ষ্য তাড়ায় ক্যারিবিয়ানদের বোলিংয়ে নতি শিকার করে সফরকারীরা। কেমার রোচ ও জেইডেন সিলস দুজনেই ৩ টি করে উইকেট নিয়েছেন। বাকি ১ উইকেট নিয়েছেন শামার জোসেফ।

বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪৫ রান করেছেন মিরাজ। দ্বিতীয় সর্বোচ্চ রান লিটন দাসের, ২২।

অপরাজিত দুই ব্যাটার হিসেবে আছেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম এখনো ব্যাট হাতে নামেননি।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন