ব্রাজিলিয়ান গোলরক্ষকের ভুলে ডুবলো ম্যানসিটি
বল ক্লিয়ার করতে ডি-বক্স থেকে বেরিয়ে এসেছিলেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদারসন। তবে এগিয়ে এসে বলের নাগাল পাননি তিনি। বল চলে যায় ফেইনুর্ডের ফুটবলার কাছে। আর তাতেই কপাল পোড়ে ম্যানসিটির।
৭৫ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থাকা সিটি শেষ পর্যন্ত ড্র নিয়েই ছাড়ে মাঠ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের মাথা ও নাকে নিজেই আঁচড় দিয়েছেন বুঝিয়ে পেপ গার্দিওয়ালা বললেন, তিনি নিজেই নিজের ক্ষতি করতে চান।
ভাগ্য ভালো গার্দিওয়ালার মাথায় চুল নেই। তা না হলে মাত্র ১৪ মিনিটের ঝড়ে ম্যানচেস্টার সিটি যেভাবে পয়েন্ট হারিয়েছে, তাতে মাথায় চুল থাকলে হয়তো চুলও ছিড়ে ফেলতেন এই স্প্যানিশ কোচ।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৫ ম্যাচেই হেরে যাওয়া ম্যানচেস্টার সিটি, মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিলো ফেইনুর্ডের বিপক্ষে।
ম্যাচে ৭৫ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়েও ছিলো সিটিজেনরা। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন আর্লিং হলান্ড। এর পাঁচ মিনিট পর দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন ইলকায় গুন্দোয়ান। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যানসিটিকে ৩-০ গোলের লিড এনে দেন হলান্ড।
সেই লিড টিকে ছিলো ছিল ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত। কিন্তু এরপরই সব এলোমেলো হয়ে যায় সিটির! ৭৫, ৮২ ও ৮৯ মিনিটে তিন গোল করে ম্যাচ সমতায় আনে ফেইনুর্ড।