ট্রাম্পের হবু মন্ত্রিসভার মনোনীতদের বোমা হামলার হুমকি
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত মন্ত্রিসভার বেশ কয়েকজন এবং হোয়াইট হাউসের একাধিক শীর্ষ কর্মকর্তাকে বোমা হামলার হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। তদন্ত সংস্থাটি বলছে, তারা অসংখ্য বোমা হামলার হুমকি এবং এ-সংক্রান্ত ভুয়া ফোনকল সম্পর্কে তথ্য পেয়েছে। মূলত লক্ষ্যবস্তুর বাড়িতে পুলিশ জড়ো করার জন্য এসব ভুয়া ফোনকল করা হয়েছিল।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বিবিসি জানিয়েছে, ট্রাম্প মনোনীতদের মধ্যে প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম বিভাগ, এমনকি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত প্রার্থীও এই হুমকির শিকার হয়েছেন।
নিউইয়র্কের এলিস স্টেফানিক জানিয়েছেন, তার বাড়িতে সরাসরি টার্গেট হয়েছিল। এছাড়াও প্রতিরক্ষা সচিব মনোনীত পিট হেগসেথ জানিয়েছেন, তিনি তার সাত সন্তানসহ নিজ বাড়িতে ঘুমাচ্ছিল, ঠিক তখন তার বাড়িতে পাইপ বোমার হামলার হুমকি আসে।
ট্রাম্পের অন্যান্য মনোনীত, যেমন লি জেল্ডিন, ব্রুক রলিন্স এবং লরি শ্যাভেজ-ডেরেমারও সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন যে তাদেরকেও হুমকি দেয়া হয়েছে। তারা সকলেই হুমকির মুখে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আইন প্রয়োগকারী সংস্থা পরিস্থিতি তদন্ত করছে বলে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন এই ঘটনার বিষয়ে অবহিত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
জেডএস/