এডিবি’র ১১তম প্রেসিডেন্ট মাসাতো কান্ডা
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বোর্ড অফ গভর্নরস সর্বসম্মতিক্রমে মাসাতো কান্ডাকে এডিবি-এর ১১ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। ৫৯ বছর বয়সী কান্ডা বর্তমানে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা। তিনি ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা জানানো হয়।
কান্ডা প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন অর্থনীতিবিদ। তিনি জাপানের অর্থ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক অর্থনীতি, নীতি পরিকল্পনা, এবং বহুপাক্ষিক সহযোগিতায় তার অভিজ্ঞতা তাকে এডিবি-এর নেতৃত্ব দিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
জাপানের আর্থিক খাতে তার অসামান্য অবদান এবং বৈশ্বিক ফোরামে, বিশেষ করে জি৭ ও জি২০-তে, তার সক্রিয় ভূমিকা প্রশংসিত। আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রে তার নেতৃত্ব এডিবি-কে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে।
কান্ডা এডিবি-এর লক্ষ্য দারিদ্র্যমুক্ত, অন্তর্ভুক্তিমূলক, এবং টেকসই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন অগ্রগতিতে প্রতিশ্রুতিবদ্ধ। টোকিও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং অক্সফোর্ড থেকে অর্থনীতিতে এম.ফিল ডিগ্রি অর্জনকারী কান্ডা তার নতুন ভূমিকার জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোচিত।
বর্তমান প্রেসিডেন্ট, মাসাতসুগু আসাকাওয়া ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তার দায়িত্ব ছাড়বেন।
জেডএস/