যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলের কারফিউ জারি
লেবাননে ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতি ৬০ দিন স্থায়ী হবে বলে জানানো হয়েছে। তবে দক্ষিণ লেবাননের লিতানি নদীর আশেপাশে ইসরাইলি সেনারা কারফিউ জারি করেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী সতর্ক করেছে, কারফিউ ভঙ্গ করলে ভয়াবহ পরিণতি হতে পারে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশে ভাষণে জানান, যদি হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করে, তবে তাদের ওপর কঠোর হামলা চালানো হবে।
এদিকে, যুদ্ধবিরতির পর হিজবুল্লাহ নিজেদের ‘জয়ী’ বলে দাবি করেছে। সশস্ত্র গোষ্ঠীটি এই চুক্তিকে তাদের কৌশলগত সাফল্য হিসেবে দেখছে।
বাস্তুচ্যুত মানুষরা ধ্বংসস্তূপে ফিরে যাওয়ার চেষ্টা করলেও নিরাপত্তার অভাবে তাদের সতর্ক করা হয়েছে। লেবাননে যুদ্ধবিরতি সত্ত্বেও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ।
জেডএস/