তিনদিন পর ভারত থেকে আলু ও পেঁয়াজ আসছে
তিনদিন বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে আলু ও পেঁয়াজের স্লট বুকিং স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবারও ভারত থেকে বাংলাদেশে ট্রাকবোঝাই পেঁয়াজ ও আলু আনা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্লট বুকিং পোর্টাল ফের চালু হওয়ার স্বস্তি ফিরেছে সীমান্ত ব্যবসায়ীদের মধ্যে।
ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো রপ্তানি নিষেধাজ্ঞা না থাকলেও গত সোমবার কোনো লিখিত নির্দেশনা ছাড়াই পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশগামী আলু ও পেঁয়াজবোঝাই সব ট্রাকের স্লট বুকিং বন্ধ করে করে দিয়েছিলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সীমান্ত বাণিজ্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বিষয়। কিন্তু সীমান্তে পণ্যবাহী ট্রাকের স্লট বুকিং সংক্রান্ত পোর্টাল নিয়ন্ত্রণ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলেছে, রাজ্যের অভ্যন্তরীণ বাজারের দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্সের সুপারিশে বাংলাদেশে আলু-পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের এমন পদক্ষেপে বিপাকে পড়ে হাজার হাজার ব্যবসায়ী। তাদের কেউ কেউ মন্তব্য করেছেন, রাজ্যের এমন পদক্ষেপ সরাসরি এখতিয়ার বহির্ভূত। যেহেতু কেন্দ্রীয় সরকারের কোন নির্দেশিকা নেই, তাই রাজ্য সরকারের তরফে এমন পদক্ষেপ সম্পূর্ণ বে-আইনি ও অনৈতিক।
বিষয়টি নিয়ে সোমবার থেকেই ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধিরা।
জজজ/জেডএস/