খেলাধুলা

ক্রাইস্টচার্চ টেস্ট

চোট থেকে ফিরেই হাসলো উইলিয়ামসনের ব্যাট

সেঞ্চুরির আক্ষেপে পড়ার আগে নিচু হয়ে সুইপ করছেন কেন উইলিয়ামসন ছবি: এএফপি

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। চোট থেকে ফেরা কেন উইলিয়ামসন ব্যাটিংয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভালোভাবেই। অধিনায়ক টম ল্যাথামের ব্যাটে হাফ সেঞ্চুরি আর উইলিয়ামসনের ব্যাটে সেঞ্চুরি মিস হয়েছে। সেঞ্চুরি মিস হওয়ার আক্ষেপটাই বেশি। উইলিয়ামসন ১৯৭ বল খেলে ৯৩ রানে বিদায় নিয়েছেন।

প্রথম দিনের খেলায় ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ৩১৯ রানে দিন শেষ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

ইংল্যান্ডের প্রতিপক্ষ হয়ে দ্বিতীয় সেঞ্চুরি করার পথে ছিলেন উইলিয়ামসন। তা আর হলো না, গাস আটকিনসনের এক্সট্রা-বাউন্সেই উইকেটটা হারিয়ে বসলেন তিনি। উইলিয়ামসনের ইনিংসে ছিল ১০ টি চারের মার।

ল্যাথাম ৪৭ রানে ফিরেছেন। চল্লিশের ঘরে অপরাজিত আছেন গ্লেন ফিলিপস। বাকি কিউই ব্যাটাররা কেউ কেউ চেষ্টা করেও ইনিংস বড় করতে পারেননি। ১৭, ১৮ বা ১৯ রানের মতো স্কোর করেও ফিরে গেছেন। ফিলিপসের সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন টিম সাউদি।

ইংল্যান্ডের হয়ে বল হাতে শোয়াইব বশির একাই ৪ উইকেট নিয়েছেন। গাস আটকিনসন ও ব্রাইডন কার্স ২ টি করে উইকেট সংগ্রহ করেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন