শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে টানা দুই ম্যাচে জয় পায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচটি জিততে পারলে হোয়াইটওয়াশের অর্জন লেখা হতো। শনিবার (১০ মে) সিলেটের আউটার স্টেডিয়ামে বাংলাদেশকে সেই সুযোগ দেয়নি সফরকারীরা।
তৃতীয় ও শেষ ম্যাচটিতে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড এ দল। এতে সিরিজটি বাংলাদেশ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইয়াসির আলি রাব্বি ও নাসুম আহমেদের ফিফটিতে ২২৭ রানের সংগ্রহ তোলে স্বাগতিকরা। নাসুমের ফিফটি ছিল খুবই কার্যকরী। বোলিংয়ের পাশাপাশি তার এই ব্যাটিং দলকে অনুপ্রেরণা দিবে নিশ্চিতভাবেই।
বাংলাদেশ ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা বিপদেই ছিল। সেখান থেকে ইয়াসির ৬৫ বলে খেলেন ৬৩ রানের ইনিংস। ইয়াসির ও নাসুম মিলেও গড়ে তুলেছিলেন ৪২ রানের জুটি। শেষদিকে ইবাদত হোসেনের সঙ্গেও ৪৭ রানের জুটি গড়েন নাসুম। ইবাদত অপরাজিত ছিলেন ২৬ বলে ১২ রান করে। ওদিকে নাসুম অপরাজিত ছিলেন ৯৬ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৭ রান করে।
বাংলাদেশের দেওয়া ২২৮ রানের লক্ষ্যমাত্রা অনেকটা সহজেই পেরিয়ে যায় নিউজিল্যান্ড এ দল। মূলত ডিন ফক্সক্রফট ও জ্যাক ফোবসের জুটি নিউজিল্যান্ডকে জয় পেতে সাহায্য করেছে। তারা দুজনে মিলে তুলেছেন ৬৫ রান। ফক্সক্রফট ৪৩ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন আর ফকস অপরাজিত ছিলেন ৪২ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন।
এমএইচ//