গ্লোবাল সুপার লিগ
নিজেদের হাতে ম্যাচ হারলো রংপুর রাইডার্স
নিজেদের প্রথম ম্যাচে জয় বের করতে ব্যর্থ হলো রংপুর রাইডার্স। সহজ সমীকরণকে সুপার ওভারে পরিণত করলো দলটি। গ্লোবাল সুপার লিগে হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে শেষ ১৯ বলে ১৩ রান দরকার ছিল রংপুরের। এই ম্যাচ সুপার ওভারে নিয়েছে রংপুরের ব্যাটাররা।
সুপার ওভারে ১৩ রানের লক্ষ্য হ্যাম্পশায়ার জিতে নিয়েছে ১ বল বাকি থাকতেই।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৩২ রানে অলআউট হয়ে যায় হ্যাম্পশায়ার। ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল ২৩ রান দিয়ে নেন ৫ উইকেট।
অল্প রান পেরোতে ভালো শুরু করেছিল রংপুর। স্টিভেন টেলর ও সৌম্য সরকার মিলে ৪৬ রান তোলেন। এরপর কিছুটা চাপে পড়লেও নুরুল হাসান ও খুশদিল শাহ মিলে আবারও জয়ের দিকে ফিরতে থাকে রংপুর। তবে যখন ১৯ বলে ১৩ রান প্রয়োজন, তখন সব গড়বর হয়ে যায়। খুশদিল ও ওয়েন ম্যাডসেন রানআউটের শিকার হয়ে ফেরেন।
শেষ ওভারে জিততে ৭ রান প্রয়োজন ছিল রংপুরের। তবে জেমস ফুলারের সেই ওভারে তা সম্ভব করতে পারেনি মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেনরা। এরপর সুপার ওভারে গড়ানো খেলায় পরাজিত হয় রংপুর। এতে নিজেদের হাতের ম্যাচটি ছিটকে ফেলে দলটি।
এম এইচ//