লাইফস্টাইল

ঘরেই তৈরি করুন প্রাকৃতিক ময়েশ্চারাইজার

ছবি: ফ্রিপিক

শীতে শুষ্ক ত্বকের সমাধান চাইলে কম খরচে ঘরে বসেই তৈরি করুন প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এতে ত্বক থাকবে কোমল, উজ্জ্বল, আর ত্বকের স্বাস্থ্যও ভালো থাকবে। রূপবিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উপাদান দিয়ে যত্ন নিলে ত্বক দীর্ঘদিন সুস্থ থাকে।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন-

উপকরণ:

তিন চা চামচ গ্লিসারিন

দুই চা চামচ মধু

দুই চা চামচ গ্রিন টি (ভেজানো)

এক চা চামচ লেবুর রস

প্রণালি:

একটি পাত্রে সব উপকরণ মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। মিশ্রণটি একটি কাচের পাত্রে সংরক্ষণ করুন। প্রয়োজনে মিশ্রণটি হালকা হাতে ত্বকে লাগান।

এই ময়েশ্চারাইজার ব্যবহারে সুফল পাওয়ার সম্ভবনা অনেক বেশী। কারণ গ্রিন টি ত্বকে অ্যান্টি-অক্সিডেন্ট যোগায় ও ত্বকের দূষণ দূর করে। পাশাপাশি মধু ত্বক আর্দ্র রাখে ও  উজ্জ্বল করে করতে সাহায্য করে। এছাড়া লেবুর রসে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও স্বাস্থ্য ভালো রাখে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন