ট্রাককে দুমড়ে-মুচড়ে দিল ট্রেন
ট্রেনের ধাক্কায় খোয়া ভর্তি ট্রাকের চালক ও তার সহকারী মারাত্মক আহত হয়েছেন। এ সময় এক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল ছিল।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে রাজবাড়ী পাংশা উপজেলায় সত্যজিৎপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন সাটল ট্রেনের গার্ড রেজাউল করিম।
তিনি জানান, রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়ার পোরাদহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাটল ট্রেনটি পাংশা স্টেশনের আগে সত্যজিৎপুর এলাকায় রেলগেটে ট্রাকের সঙ্গে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকটিকে দুমড়ে-মুচড়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় ট্রেন। এ ঘটনায় চালক ও তার সহকারী মারাত্মক আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।
ট্রেনের গার্ড রেজাউল করিম আরও জানান, ট্রেন চলার সময় চালক হর্ন দেয়। এ সময় ট্রাকের চালক ট্রেন আসার বিষয়টি দেখেনি। লাইন পার হবার সময় ট্রেন চলে আসে। ট্রাকের সঙ্গে ধাক্কায় ট্রেনের ইঞ্জিনে সামান্য ক্ষতি হয়েছে। এ সময় ট্রাক সরিয়ে ট্রেন চলতে একঘণ্টা সময় লাগে।
অনন্যা চৈতী