এমবাপ্পে ফিরবেন, সবাইকে ধৈর্য ধরতে বললেন আনচেলত্তি
রিয়াল মাদ্রিদের হয়ে সময়টা খুব একটা সুখের যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। নিজেকে হারিয়ে খুঁজছেন এই ফরাসি স্ট্রাইকার। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ২-০ গোলে পরাজিত হয়েছে রিয়াল। আর সেই ম্যাচে পেনাল্টি মিস করার মতো ঘটনার ‘খলনায়ক’ হয়েছেন এমবাপ্পে।
খারাপ সময়ে এমবাপ্পে পাশে পাচ্ছেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে। বুধবার (২৭ নভেম্বর) রাতের পরাজয় শেষে আনচেলত্তি বলেন, ‘তার (এমবাপ্পে) জন্য সময়টা বেশ কঠিন। কখনো এমন সব সময় আসে, যখন কিছুই পক্ষে থাকে না। তবে এসব সময় পেরোনো যায়। অনেকে পেনাল্টিতে ব্যর্থ হতে পারে, এটা অনেক সময় ঘটে। এজন্য আপনি তাকে খুব বেশি দোষ দিতে পারেন না।‘
রিয়াল কোচ এমবাপ্পে প্রসঙ্গে আরও বলেছেন, ‘সে কঠোর পরিশ্রম করে। এভাবে কঠোর পরিশ্রম ও লড়াই চালিয়ে যেতে হবে। এখন কোনো কিছু তার পক্ষে যাচ্ছে না। আমাদের ধৈর্য ধরা উচিত। সে অসাধারণ একজন খেলোয়াড়।‘
চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচ খেলে তৃতীয় পরাজয়ের পর ২৪ নম্বরে আছে এখন রিয়াল মাদ্রিদ। মাত্র ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ জোনের বাইরে অবস্থান করছে তারা। পরের ম্যাচগুলো ভালো করে ফিরে আসতে চান কোচ আনচেলত্তি।
এম এইচ//