খেলাধুলা

আবারও টানা দুই ম্যাচ হারলো বাংলা টাইগার্স

ছবি: বাংলা টাইগার্স/ ফেসবুক

বাংলা টাইগার্সকে হজম করতে হলো আরও এক হার!

প্রতিপক্ষ ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে কোনো সুবিধাই করতে পারেনি সাকিব আল হাসানের দল। ম্যাচটি গ্ল্যাডিয়েটর্স জিতেছে ৯ উইকেটে, ২৯ বল হাতে রেখেই।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলা টাইগার্স। তাদের পক্ষে সর্বোচ্চ ১৯ (১৫) রান এসেছে ইফতিখার আহমেদের ব্যাট থেকে। সাকিব অপরাজিত ছিলেন ২২ বল খেলে ১৫ রানে, সাথে রশিদ খান অপরাজিত ছিলেন ৮ বল খেলে ১২ রানে।

টপ অর্ডারের প্রথম চার ব্যাটার এক ডিজিটেই বিদায় নিয়েছেন। সবমিলিয়ে ৬ উইকেট হারিয়ে ৭২ রানে থেমে যায় টাইগার্সের রান।

গ্ল্যাডিয়েটর্সের পক্ষে রিচার্ড গ্লেসন ৩ টি, মাহিশ থিকশানা ২ টি উইকেট নিয়েছেন।  

রান তাড়া করতে গিয়ে টাইগার্স বোলারদের পাত্তাই দেয়নি গ্ল্যাডিয়েটর্স। কেবলমাত্র টম কোহলেরকে বিদায় করতে পেরেছেন ইমরান খান। এরপর নিকোলাস পুরান ও জস বাটলার মিলে খেলা শেশ করেন। পুরান ১৩ বল খেলে ৩৬ রানে, বাটলার ১৩ বল খেলে ২৯ রানে অপরাজিত ছিলেন।

পুরানের ইনিংসে ছিল ৫ টি ছয়ের মার। অন্যদিকে ৩ ছক্কা ও ১ চার ছিল বাটলারের ইনিংসে।

দলের পরাজয়ের দ্বারপ্রান্তে বল হাতে নেন সাকিব, যখন গ্ল্যাডিয়েটর্সের জিততে দরকার ৫ রান। সাকিবের প্রথম বলেই ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেছেন পুরান।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন