ফের পাকিস্তান সরকারের রোষানলে ইমরান খান-বুশরা বিবি
পাকিস্তানের ইসলামাবাদে সম্প্রতি বিক্ষোভ কর্মসূচীর পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে বিশৃঙ্খলা ও সন্ত্রাসে উসকানির অভিযোগে ৮টি মামলা দায়ের করেছে দেশটির পুলিশ। পাশাপাশি তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধেও এসব মামলা দায়ের হয়েছে। রাজধানী ইসলামাবাদের বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, গেলো ২৪ নভেম্বর ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পিটিআইয়ের কর্মী-সমর্থকরা ইসলামাবাদের দিকে রওনা হয়। ২৭ নভেম্বর তারা ডি-চকে পৌঁছে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার আগেই সেনা মোতায়েন করে এবং পিটিআই কর্মীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেয়। তবে গুলি চালানোর খবর মেলেনি।
বিক্ষোভের সময় পুলিশ ধরপাকড় চালায়, যার ফলে অনেক পিটিআই নেতা আটক হন। ঘটনাস্থল থেকে বুশরা বিবি এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর পালিয়ে যান। পরের দিন রাতে পিটিআই বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দেয়।
বিক্ষোভের একদিন পর, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মন্ত্রিসভার বৈঠকে বলেন, ‘উসকানিমূলক রাজনীতি বন্ধ করতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে’। এর ২৪ ঘণ্টার মধ্যেই ইমরান খান, বুশরা বিবি ও পিটিআই কর্মীদের বিরুদ্ধে বিশৃঙ্খলা ও সন্ত্রাসে উসকানির অভিযোগে মামলা করা হয়।
জেডএস/