চিন্ময় কৃষ্ণের পাশে থাকবে কেন্দ্রীয় ইসকন
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের পাশে থাকার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ইসকন।
বৃহস্পতিবার( ২৮ নভেম্বর) সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, ইসকন.আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি। ইসকনের এক্স পোস্ট
এর আগে ইসকনের বাংলাদেশ শাখা জানিয়েছিলো, যেহেতু বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের কিছু বলার নেই। আর ইসকনের বাংলাদেশ শাখার এই মন্তব্যের পরেই কেন্দ্রীয় ইসকন চিন্ময় কৃষ্ণ দাসের পাশে থাকার ঘোষণা দিলো।
চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গেলো সোমবার গ্রেপ্তার করা হয়। আদালত জামিন নামঞ্জুর করায় বর্তমানে তিনি কারাগারে আছেন।
গেলো ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে এ মামলা হয়। মামলাটি করেন চট্রগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।
এনএস/