মিয়ানমারে গোলার শব্দ, কাঁপছে টেকনাফ সীমান্ত
মিয়ানমারে চলা সংঘাতে সীমান্ত পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। একের পর এক গোলার শব্দ ভেসে আসছে। যার প্রভাব পড়ছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অঞ্চলে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৯ টা’র দিকে বিস্ফোরণের শব্দে টেকনাফের জাদিমুড়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত কেঁপে উঠেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সীমান্ত এলাকার মানুষজন।
এই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন সেখানকার লোকেরা। তারা বলেন, রাতে হঠাৎ সীমান্তে পর পর দুটি গোলার বিকট শব্দ পাওয়া গেছে। এতে ঘর থেকে লোকজন বেরিয়ে পরেন। এছাড়া সীমান্তে যুদ্ধ বিমান দেখা গেছে।
এ বিষয়ে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী গণমাধ্যমে বলেন, মিয়ানমারের গোলার বিকট শব্দে আমার বাসভবনও কেঁপে উঠেছে। এ ধরনের হামলায় সীমান্তের লোকজন যাতে আতঙ্কিত না হয় সেজন্য খোঁজ খবর রাখা হচ্ছে। পাশাপাশি সীমান্তে আমাদের কোস্ট গার্ড-বিজিবি সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।
জানা যায়, আরাকান আর্মির দখলে থাকা চৌকি উদ্ধার করতে নতুন করে এই হামলা চালাচ্ছে জান্তা সরকার।
এম এইচ//