বিনোদন

আর্মি স্টেডিয়ামে কনসার্ট

রাতে ঢাকা মাতাবেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম

ছবি: সংগৃহীত

রাজধানীর আর্মি স্টেডিয়ামে আজ রাতে জমকালো 'ম্যাজিকাল নাইট ২.০' কনসার্টে সুরের জাদু ছড়াবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তার সঙ্গে একই মঞ্চে গাইবেন আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান, ব্যান্ড কাকতাল এবং কাওয়ালি ব্যান্ড কাশিদা। 

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হতে যাওয়া এই কনসার্টের জন্য দুপুর ১টায় খুলে দেয়া হবে গেট। রাত ৮টায় মঞ্চে উঠবেন আতিফ আসলাম। আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশন জানিয়েছেন, ইতোমধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে।

আতিফ আসলাম তার জনপ্রিয় গান 'ও লামহে,' 'আদাত,' 'তেরে বিন' এবং 'তু জানে না'-সহ একাধিক গান পরিবেশন করবেন। পাকিস্তানের আরেক তারকা আবদুল হান্নান গাইবেন 'ইরাদে' এবং 'বিখরা'র মতো হিট গান।  

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন তাহসান খান, যিনি তার 'আবার দেখা হবে' এবং 'গোলোকধাঁধা' গানের জন্য পরিচিত। কনসার্টে আরও থাকছে কাকতালের শক্তিশালী পারফরম্যান্স এবং কাশিদার কাওয়ালি পরিবেশনা।

ইতোমধ্যে কনসার্টটি নিয়ে শ্রোতাদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আয়োজনটি যেন স্মরণীয় হয়ে থাকে, তা নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এর আগে গেলো এপ্রিলে ঢাকায় পারফর্ম করেছিলেন আতিফ আসলাম । 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন