খেলাধুলা

ফিফা 'দ্য বেস্ট' পুরস্কারের দৌড়ে তরুণদের সঙ্গে মেসি'র নাম

ছবি: সংগৃহীত

ফিফা কর্তৃক বর্ষসেরা ফুটবলারকে দ্য বেস্ট পুরস্কার দেয়া হয়। এই পুরস্কারের জন্য ছেলেদের ফুটবলের ১১ জন খেলোয়াড়কে মনোনীত করা হয়েছে। যাদের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি, কিলিয়ান এমবাপ্পে রয়েছেন। যাকে বাদ দেয়া যায় না, সেই লিওনেল মেসিও আছেন এই তালিকায়।

সবশেষ দুই বছর মেসি পেয়েছেন দ্য বেস্ট পুরস্কার। তিনি মোট ৩ বার এই পুরস্কার জিতেছেন।

একইসাথে আরও বেশ কিছু পুরস্কারের তালিকা প্রকাশ করেছে ফিফা। এরমধ্যে ছেলে ও মেয়ে দুই বিভাগে বর্ষসেরা খেলোয়ার, বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলরকিপার, বর্ষসেরা একাদশ, বর্ষসেরা গোলের পুরস্কার রয়েছে।

দর্শক, দলের অধিনায়ক-কোচ ও গণমাধ্যম প্রতিনিধিদের ভোটে এসব পুরস্কারের বিজয়ী নির্ধারিত হবে।

ফিফা ‘দ্য বেস্ট  পুরুষ তালিকায় ১১ জন খেলোয়াড়কে মনোনীত করা হয়েছে; লিওনেল মেসি, জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, দানি কারভাহাল, আর্লিং হলান্ড, টনি ক্রুস, রদ্রি, ফেদেরিকো ভালভের্দে, ফ্লোরিয়ান রিৎজ ও লামিনে ইয়ামাল।

পুরুষ বিভাগে বর্ষসেরা কোচের জন্য মনোনয়ন পেয়েছেন লিওনেল স্কালোনি, কার্লো আনচেলত্তি, লুই দে লা ফুয়েন্তে, পেপ গার্দিওলা ও জাবি আলোনসো।  

খেলোয়াড়দের মনোনয়নের ক্ষেত্রে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন