কানের দুলের জন্য গৃহবধূকে হত্যা, ৩ আসামির মৃত্যুদণ্ড
কুমিল্লায় গৃহবধূ জামিলা বেগমকে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় টিটু মিয়া নামে একজনকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাকিব ও সুমন এজলাসে উপস্থিত ছিলেন।
এ মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার শিকির গাঁও এলাকার রাকিব হোসেন (২৮), মানিকারচর এলাকার তছির মিয়া (৪১) ও শিকির গাও এলাকার সুমন মিয়া (৩১)। তবে সুমন মিয়া পলাতক রয়েছেন।
আদালতের পিপি অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সেলিম জানান, ২০১৬ সালের ২০ জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গৃহবধূ জামিলা বেগম পান আনতে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তার কানে থাকা সোনার দুলগুলো দেখেন আসামিরা। পরে তারা দুলের জন্য তাকে একটি ধইঞ্চার জমিতে নিয়ে তাকে খুন করেন। পরে কানের দুল নিয়ে বিক্রি করে দেন।
তিনি আরও জানান, খোঁজাখুঁজির পর ২৪ জুন জামিলার গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে ২৫ জুন জামিলার স্বামী মো. আবদুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে চারজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে। দীর্ঘ তদন্ত এবং আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে এ রায় দেন আদালত। এ ঘটনায় মোট ১১ জন সাক্ষ্য দেন।
অনন্যা চৈতী