আর্কাইভ থেকে বাংলাদেশ

৭ হাজার ১৮ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সাত হাজার ১৮ কোটি টাকা ব্যয়ে ছয়টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়ে। এই সভায় গণভবন থেকে ভার্চুয়ারি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, সভায় অনুমোদিত সাত হাজার ১৮ কোটি ৭৩ লাখ টাকার ছয়টি প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন চার হাজার ৩৬২ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া বৈদেশিক অর্থায়ন দুই হাজার ৩৮৬ কোটি ৪৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ২৬৯ কোটি ৬২ লাখ টাকা।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন